প্রতিবন্ধীর সেবা নিশ্চিতকরণে চীনের প্রস্তাব ও অভিজ্ঞতা তুলে ধরেছেন চীনা বিশেষজ্ঞ
2024-03-14 15:46:24

মার্চ ১৪: জাতিসংঘ মানবাধিকার নির্বাহী পরিষদের ৫৫তম সম্মেলন গত ২৬ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনিভায় উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি চীনের মানবাধিকার গবেষণাগারের বেশ কয়েকজন বিশেষজ্ঞ সম্মেলনে প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতকরণ এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে চীনের প্রস্তাব ও অভিজ্ঞতাগুলো অবহিত করেছেন।

কুয়াংচৌ বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার গবেষণা ইন্সটিটিউটের উপপ্রধান, চীনের প্রতিবন্ধী কাজের গবেষণা সমিতির সদস্য চৌ লু লু তাঁর ভাষণে বলেন, চীনের প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতকরণ ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সুরক্ষা এবং পদ্ধতিগত পরিষেবা অর্জন করেছে। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষার জন্য চীন নানা আইন, বিধি ও নীতি প্রণয়ন করেছে এবং সমন্বিত শিক্ষা, সমন্বিত কর্মসংস্থান এবং বাধামুক্ত পরিবেশ নির্মাণের মতো দিকগুলো সক্রিয়ভাবে অনুশীলন করেছে।

চীনের সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার গবেষণা ইন্সটিটিউটের নির্বাহী প্রধান কুং সিয়াং হ্য সম্মেলনে বলেন, যেহেতু চীন বিশ্বব্যাপী ডেটা সুরক্ষা মানের সাথে নিজেকে সংযুক্ত করেছে, চীন এ পর্যন্ত একাধিক প্রাসঙ্গিক আইন প্রণয়ন করেছে। এই আইনগুলো গোপনীয়তা সুরক্ষার জন্য অভ্যন্তরীণ চাহিদায় কার্যকরভাবে সাড়া দেয় এবং এর কিছু আন্তর্জাতিক প্রভাবও রয়েছে।

উল্লেখ্য, ৫৫তম সম্মেলনটি চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত।

(শুয়েই/তৌহিদ/আকাশ)