বালিঝড়ের জন্য ব্লু এলার্ট জারি করল চীন
2024-03-14 14:07:52

মার্চ ১৪, সিএমজি বাংলা ডেস্ক: বালি ঝড়ের আশঙ্কায় বৃহস্পতিবার উত্তর-পশ্চিমাঞ্চলে ব্লু এলার্ট জারি করেছে চীনের জাতীয় মানমন্দির।

 

জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে,  বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং, ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল, ছিংহাই, কানসু এবং নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে বালি ঝড়ের পূর্বাভাস রয়েছে। 

 

সাধারণ মানুষকে প্রবল বাতাস ও বালিঝড়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে  জাতীয় আবহাওয়া কেন্দ্র।

 

আবহাওয়া সতর্কীকরণ ব্যবস্থায় চীনে বালিঝড়ের জন্য তিন-স্তরের রঙ ব্যবহার করা হয়। যেখানে সবচেয়ে বিপদজনক পরিস্থিতির জন্য দেয়া হয় অরেঞ্জ। এছাড়া তুলনামূলক কম বিপদজনক অবস্থার জন্য দেয়া হয় পর্যায়ক্রমে ইয়োলো ও ব্লু অ্যালার্ট।

 

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া