সিএমজি’র উদ্যোগে বিশ্ব তথ্যমাধ্যম সংলাপ আয়োজিত
2024-03-14 16:58:07

মার্চ ১৪: গতকাল (বুধবার) চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র উদ্যোগে চায়না জেনারেল চেম্বার অব কমার্স-ইউএসএ-এর শিকাগো শাখা যৌথভাবে ‘বিশ্ব তথ্যমাধ্যম সংলাপ’ শিকাগো বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং বলেন, চীনের বার্ষিক দুই অধিবেশন সবেমাত্র সুষ্ঠুভাবে শেষ হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চীনের অর্থনীতির উচ্চ গুণগত মানকে লক্ষ্য করে একটি গুরুত্বপূর্ণ ধারণা উত্থাপন করেছেন: নতুন মানের উত্পাদন শক্তি। ‘ব্যাপকভাবে আধুনিক শিল্প ব্যবস্থার নির্মাণ এগিয়ে নেওয়া, নতুন মানের উত্পাদন শক্তি দ্রুত উন্নত করাকে’ চলতি বছর চীন সরকারের দশটি কর্তব্যের শীর্ষে রাখা হয়েছে। গত বছর চীনের অর্থনীতি ৫.২ শতাংশের বৃদ্ধি হার বিশ্বের এক তৃতীয়াংশ প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। বিগডেটা, নতুন জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন শিল্প ‘নতুন মানের উত্পাদন শক্তিকে’ জোরদার করছে। সিএমজি’র সিজিটিএনের জারি করা একটি গণজরিপ থেকে জানা যায়, ৯৩.১ শতাংশ মানুষ মনে করে, চীনের অর্থনীতি প্রাণবন্ত, চীনের সুযোগ মিস করা যাবে না।


শেন হাই সিয়োং আরো বলেন, আজ বিশ্বের বৃহত্তম স্কেল, সবচেয়ে বেশি  ফর্ম এবং বিস্তৃত কভারেজ-সহ একটি ব্যাপক আন্তর্জাতিক মিডিয়া সংস্থা হিসেবে, সিএমজি সবসময় চীন ও মার্কিন জনগণের জন্য সেতু ও বন্ধন তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করছে, বিশ্বের মানুষের যোগাযোগ স্থাপনের মঞ্চ হিসেবে কাজ করছে। সিএমজি বালি ও সান ফ্রান্সিসকোতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতৈক্য অনুসারে দু’দেশের জনগণ এবং বিশ্বের জনগণের সুন্দর ভবিষ্যত সৃষ্টি করার দায়িত্ব নিবে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে, বিনিময় ও সহযোগিতার ইতিবাচক শক্তি যোগাতে, হস্তক্ষেপ দূর করার ব্যবস্থা গঠন করতে, পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণ করে যৌথ উন্নয়ন বাস্তবায়ন করতে চায়। চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সহযোগিতার বহু সুযোগ রয়েছে। আরও মার্কিন কোম্পানিকে চীনে বিনিয়োগ করার জন্য স্বাগত জানায় চীন। চীন আশা করে, বিভিন্ন দেশের বন্ধুরা সেতু হিসেবে দু’দেশের বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)