আস্থা ভোটে জিতেছেন নেপালের নতুন জোট সরকারের প্রধানমন্ত্রী প্রচণ্ড
2024-03-14 13:20:20

মার্চ ১৪: নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড নতুন জোট সরকার গঠনের পর গতকাল (বুধবার) ফেডারেল পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে আস্থা ভোট জিতেছেন। 

প্রধানমন্ত্রী হিসেবে এই তৃতীয়বারের মতো তিনি প্রতিনিধি পরিষদের আস্থা ভোট জিতলেন।

নেপালের প্রতিনিধি পরিষদের স্পিকার দেব রাজ ঘিমিরে ঘোষণা করেন, ওইদিন মোট ২৬৮ জন সদস্য ভোটে অংশ নেন এবং প্রচণ্ড তাদের মধ্যে ১৫৭ জনের ভোট পান। 

গত ৪ মার্চ প্রচণ্ডের নেতৃত্বাধীন জোট সরকারের শরীকদের পরিবর্তন হয়। নেপালের সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যে প্রতিনিধি পরিষদে আস্থার ভোট জিততে হয়।

দক্ষিণ এশিয়ার দেশটিতে ২০২২ মাসের নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছরের ডিসেম্বরের শেষ দিকে প্রচণ্ড নতুন জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এটি ছিল প্রধানমন্ত্রী হিসেবেও তাঁর তৃতীয় মেয়াদ। ২০২৩ সালের জানুয়ারিতে, প্রতিনিধি পরিষদের আস্থা ভোট জিতেছিলেন তিনি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জোট সরকারের শরীকদের মধ্যে আবার পরিবর্তন আসে। পরের মাসে প্রতিনিধি পরিষদের আস্থা ভোটেও টিকে যান প্রচণ্ড।

(অনুপমা/রহমান)