নতুন মানের উৎপাদন শক্তির বিনির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তাই চালিকাশক্তি: প্রধানমন্ত্রী লি ছিয়াং
2024-03-14 14:17:36

মার্চ ১৩, সিএমজি বাংকা ডেস্ক: নতুন উন্নয়ন শক্তির বিকাশে কৃত্রিম বুদ্ধিমত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বুধবার বেইজিংয়ের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে গিয়ে এমনটা বলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

 

পরিদর্শনে অনুষ্ঠিত সিম্পোজিয়ামে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি বলেন, চীনকে এখন কম্পিউটারের গণনা স্তরের বিকাশের পাশাপাশি এলগরিদমেও অভাবনীয় পরিবর্তন আনতে হবে।

 

কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত লার্জ এলগরিদম মডেল সংক্রান্ত প্রযুক্তি পণ্যের ব্যবহার সম্পর্কে জানতে লি পরিদর্শন করেন চীনের টেক জয়েন্ট বাইদুর কার্যালয়। এ সময় তিনি এআই কোম্পানিগুলোকে আরও বেশি প্রায়োগিক ব্যবহার বাড়ানো ও শিল্পের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টির ওপর জোর দেন।

 

এ সময় প্রধানমন্ত্রী উচ্চস্তরের স্বয়ংক্রিয় গাড়ি চালানোর অঞ্চলও পরিদর্শন করেন। সেখানে তিনি গাড়ি শিল্পের উন্নয়ন এবং স্বয়ংক্রিয় শিল্প স্থাপনার মাধ্যমে স্মার্ট সিটি নির্মাণের আহ্বান জানান।

 

এ সময় লি ছিয়াং নাউরো টেকনোলজি নামের একটি সেমিকন্ডাক্টর নির্মাণকারী প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এরপর একাডেমি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী লি।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিজিটিএন