নানা খাতে চীন-রুশ বাণিজ্যের অব্যাহত উন্নয়ন এগিয়ে নেবে চীন: মুখপাত্র
2024-03-14 21:02:47


মার্চ ১৪: শুল্ক বিভাগের সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাশিয়ায় চীনের রপ্তানি ১৫.৫ শতাংশ বেড়েছে; রাশিয়া থেকে চীনের আমদানিও ৯.৯ শতাংশ বেড়েছে। আজ (বৃহস্পতিবার) আয়োজিত এক সংবাদ সম্মেলনে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, রাশিয়ার সঙ্গে একযোগে দ্বিপাক্ষিক বাণিজ্যের স্থিতিশীল ও স্বাস্থ্যকর উন্নয়ন এগিয়ে নিতে চায় চীন। 


তিনি জানান, এ বছর চীন-রুশ বাণিজ্য অব্যাহতভাবে সুষ্ঠু উন্নয়নের ধারা বজায় রেখেছে। জ্বালানি, কৃষি পণ্য, গাড়ি ও গৃহস্থালি বৈদ্যুতিক সামগ্রী দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রধান বৃদ্ধির অংশে পরিণত হয়েছে। পরিষেবা বাণিজ্য ও সীমান্তপার ই-কমার্সও দ্রুতগতিতে উন্নত হচ্ছে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)