ঐক্য ও সহযোগিতার মাধ্যমে উচ্চ মানের উন্নয়ন প্রচারের আহবান জানিয়েছেন চীনা ও বিদেশি বিশেষজ্ঞরা
2024-03-14 15:45:00

মার্চ ১৪:জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশন উপলক্ষ্যে ১২ মার্চ জেনিভায় "মানবাধিকার সুরক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য বেসরকারি সংস্থা সহযোগিতা" শীর্ষক একটি পার্শ্ব ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর লক্ষ্য মানবাধিকার খাতে বেসরকারি সহযোগিতা জোরদার করা, ঐকমত্য গড়ে তোলা এবং বৈশ্বিক টেকসই উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষার জন্য বেসরকারি প্রজ্ঞা ও শক্তি দিয়ে অবদান রাখা।

সভায় উপস্থিত চীনা ও বিদেশি বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, উন্নয়ন মানবসমাজের একটি চিরন্তন বিষয় এবং শুধুমাত্র টেকসই উন্নয়ন অর্জনের মাধ্যমে মানবাধিকার আরও ভালভাবে প্রচার ও রক্ষা করা যেতে পারে।
বর্তমানে গুরুতর আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের অসুবিধা এবং বৈশ্বিক উন্নয়ন ঘাটতির ক্রমবর্ধমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক সমাজের উচিত, সংহতি ও সহযোগিতা জোরদার করা, টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব পুনরুজ্জীবিত করা, জাতিসংঘের ২০৩০ এজেন্ডা বাস্তবায়ন বেগবান করা এবং টেকসই ও উচ্চ মানের উন্নয়নের চেতনা প্রচার করা।

(জিনিয়া/তৌহিদ/ফেই)