অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতেও নারী ও যুব ক্ষমতায়নে অধিকতর সহযোগিতার আহ্বান জানায় চীন
2024-03-14 15:54:19

মার্চ ১৪, সিএমজি বাংলা ডেস্ক: নারী ও যুবকদের ক্ষমতায়নের জন্য বিশেষ করে অস্থির আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় তাদের প্রজ্ঞা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে শান্তি ও উন্নয়ন সাধনের ক্ষেত্রে আরও সহায়তা করার প্রয়াসকে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবার এক উন্মুক্ত বিতর্কে এ আহ্বান জানান চীনা নারী সমিতির প্রতিনিধি হুয়াং সিয়াওওয়েই।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বিতর্ক অধিবেশনে, অল-চীন উইমেনস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এবং চীনের স্টেট কাউন্সিলের অধীনে নারী ও শিশুদের জন্য ওয়ার্কিং কমিটির ডেপুটি ডিরেক্টর হুয়াং সিয়াওওই নারী-সম্পর্কিত ক্ষেত্রে জাতির প্রচেষ্টা এবং অভিজ্ঞতা ভাগ করে নেন।

হুয়াং বলেন, চীন সবসময়ই নারী ও যুবকদের ক্ষমতায়ন ও উন্নয়নে দৃঢ় সমর্থনকারী এবং সক্রিয় অংশগ্রহণকারী। তিনি আরও বলেন, চীন নারী বিষয়ক চতুর্থ বিশ্ব সম্মেলনের বেইজিং ঘোষণা এবং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং আইনী গ্যারান্টি, নীতি ও পদক্ষেপের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ফল পুরোপুরি ভাগ করে নেওয়ার ক্ষেত্রে নারীদের সমর্থন করে।

তিনি আরো বলেন, চীন নিশ্চিত করতে চেষ্টা করে যে কোনো দেশ বা নারী উন্নয়নের পথে পিছিয়ে না থাকে, যা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের দৃষ্টিভঙ্গি এবং জাতিসংঘ কর্তৃক প্রদত্ত প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ।

শান্তা/ফয়সল