যুক্তরাষ্ট্রের উচিত অযৌক্তিকভাবে অন্য দেশের কোম্পানি দমন বন্ধ করা: চীন
2024-03-14 16:29:57

মার্চ ১৪:আজ (বৃহস্পতিবার) বিকেলে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে জনৈক প্রতিবেদক টিকটক নিয়ে মার্কিন বিল পাস প্রসঙ্গে প্রশ্ন করেন। জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়া তুং বলেন, আমরা মার্কিন কংগ্রেসের এই পদক্ষেপ সম্পর্কে জেনেছি। যুক্তরাষ্ট্রের উচিত বাজার অর্থনীতি এবং ন্যায্য প্রতিযোগিতার নীতির প্রতি আন্তরিক সম্মান করা, অন্য দেশের কোম্পানি অযৌক্তিকভাবে দমন বন্ধ করা এবং সব দেশের কোম্পানিকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও পরিচালনা করার জন্য একটি উন্মুক্ত, ন্যায্য, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন পরিবেশ দেওয়া। প্রাসঙ্গিক পক্ষগুলিকে কঠোরভাবে চীনা আইন ও প্রবিধান মেনে চলতে হবে এবং চীন দৃঢ়ভাবে তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। 

(জিনিয়া/তৌহিদ/ফেই)