ইউক্রেনকে ‘টরাস ক্রুজ মিসাইল’ দেবে না জার্মানি: চ্যান্সেলর শোলজ
2024-03-14 14:23:17

মার্চ ১৪: ইউক্রেনকে দূরপাল্লার ‘টরাস ক্রুজ মিসাইল’ না দেওয়ার কথা আবারও ঘোষণা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ।

গতকাল (বুধবার) ফেডারেল পার্লামেন্টের নিম্নকক্ষে অনুষ্ঠিত এক বিতর্কে প্রশ্নের জবাব দেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি।

উন্নত অস্ত্র সরবরাহ করলে দেশটি আরও সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করেন তিনি। 

তিনি বলেন, ‘টরাস ক্রুজ মিসাইল’ ব্যবহারে দেশটির সৈন্যদের অংশগ্রহণ দরকার, যেটি এমন একটি রেখা যা জার্মানির চ্যান্সেলর হিসেবে তিনি অতিক্রম করতে চান না। (প্রেমা/রহমান/শিশির)