নতুন উচ্চতায় চীনের বৈদেশিক বাণিজ্য
2024-03-14 18:26:20

মার্চ ১৪, সিএমজি বাংলা ডেস্ক: এই বছরের প্রথম দুই মাসে চীনের আমদানি ও রপ্তানি রেকর্ড বৃদ্ধি পেয়েছে। যা বিশেষ করে দক্ষিণ চীনের বৈদেশিক বাণিজ্যে একটি ইতিবাচক প্রবণতার নির্দেশ দিচ্ছে। সেই সঙ্গে এটি শক্তিশালী স্থিতিস্থাপকতা, সম্ভাবনা এবং শক্তিশালী প্রাণশক্তিরও ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি চীনের কাস্টমসের সাধারণ প্রশাসনের তথ্যানুযায়ী, দুই মাসের মধ্যে চীনের পণ্য রপ্তানি ৩ দশমিক ৭৫ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৫২১ বিলিয়ন ডলার) হয়েছে। যা এর আগের বছরের চেয়ে ১০ দশমিক ৩ শতাংশ বেশি।

চীনের বৈদেশিক বাণিজ্য পর্যবেক্ষণের নানা সূচক অনুযায়ী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি প্রধান অভ্যন্তরীণ বন্দরের কার্যকলাপও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে প্রতিবেদনে দেখা গেছে।

পূর্ব চীনের চেচিংয়াং প্রদেশের নিংবো-চৌশান বন্দরে কন্টেইনার আসা-যাওয়ার হার ১৫ শতাংশেরও বেশি বেড়েছে। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে যা বেড়েছে সাড়ে ২৩ শতাংশ।

গুরুত্বপূর্ণ রপ্তানি কেন্দ্র হিসেবে, পূর্ব চীনের ফুচিয়ানের কুয়ানচৌতেও বৈদেশিক লেনদেন কল্পনাতীত বেড়েছে। চিনচিয়াং কালারফুল ফক্সেস গার্মেন্টস উইভিং কোম্পানির উপ মহাব্যবস্থাপক হং চিংই জানালেন, ‘জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, তাদের রপ্তানি ছিল ৩ কোটি ৬০ লাখ ডলার, যা আগের বছরের চেয়ে সাড়ে ৫৬ শতাংশেরও বেশি।

এই বছরের প্রথম দুই মাসে, অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) চীনের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। আসিয়ান দেশগুলো থেকে চীনে আমদানি ও রপ্তানি ৮ দশমিক ১ শতাংশ বেড়েছে। উপরন্তু, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় থাকা দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য বছরে ৯ শতাংশে হারে বৃদ্ধি বজায় রেখেছে।

ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি