এবার সূর্যের মেরু দেখতে চায় চীন
2024-03-14 14:18:25

মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: সূর্যের মেরুকে ঘিরে চক্কর খাওয়ার মতো নতুন স্যাটেলাইট পাঠানোর পরামর্শ দিয়েছেন চীনের এক বিজ্ঞানী। এ পর্যন্ত বিশ্বের ৭০টিরও দেশ সূর্য পর্যবেক্ষণে তাদের নিজস্ব স্যাটেলাইট পাঠিয়েছে। এ তালিকায় চীনও আছে।

 

তবে এসব স্যাটেলাইট সূর্যের শুধু বিষুবরেখা বরাবরই পর্যবেক্ষণ চালাচ্ছে। চীনা বিজ্ঞানী পরামর্শ দিয়েছেন, চীন চাইলে প্রথমবারের মতো সূর্যের মেরু রেখা বরাবর পর্যবেক্ষণ করার মতো একটি স্যাটেলাইট পাঠাতে পারবে। চায়না একাডেমি অফ স্পেস টেকনোলজি এবং চায়না একাডেমি অফ সাইন্স এর বিশেষজ্ঞ ইয়াং মেংফেই জানালেন এ তথ্য। চীনের ১৪ তম জাতীয় গণকংগ্রেস পরামর্শক সম্মেলনের ফাঁকে এ কথা বলেন ইয়াং।

 

২০২১ সালের অক্টোবরে চীন তাদের প্রথম সূর্য প্রদক্ষিণকারী স্যাটেলাইট টেলিস্কোপ উৎক্ষেপণ করেছিল। টেলিস্কোপটির নাম ছিল সি হ। এইচ আলফা সোলার এক্সপ্লোরার তথা সোলার ইমাজিং এক্সপেক্ট্রোমিটার এর কাজ ছিল অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তির পরীক্ষা সম্পন্ন করা। কিন্তু সূর্যের মেরু এলাকায় কী ঘটছে তা জানার মত স্যাটেলাইট কোনো দেশেরই নেই। আর এই কাজের চীনের এগিয়ে থাকার সুযোগ রয়েছে বলে জানান ইয়াং। তিনি আরও বলেন, এ মেরু-কক্ষপথে স্যাটেলাইট পাঠাতে পারলে সেখান থেকে পাওয়া যাবে সূর্যের নতুন সব তথ্য।

 

সূর্যের মেরু-কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর মতো বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও প্রকৌশলগত ভিত্তি চীনের রয়েছে বলেও জানান ইয়াং।

 

চীনের প্রথম মহাকাশভিত্তিক সৌর টেলিস্কোপটি হলো চাইনিজ এইচ-আলফা সোলার এক্সপ্লোরার। এটি চালু হয় ২০২১ সালের অক্টোবরে। সূর্য নিয়ে গবেষণা ও স্যাটেলাইটের অত্যাধুনিক প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগও দেখা হয়েছে এর মাধ্যমে।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিজিটিএন