ফিলিপিন্সের উচিত দক্ষিণ চীন সাগরের সমস্যা ব্যবহার করে বিতর্ক সৃষ্টি না করা: মুখপাত্র
2024-03-14 21:01:18

মার্চ ১৪: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, ফিলিপিন্সের উচিত দক্ষিণ চীন সাগরের সমস্যা কাজে লাগিয়ে বিতর্ক সৃষ্টিকারী কর্মকাণ্ড বন্ধ করা। 


চীনা মুখপাত্র জোর দিয়ে বলেন, চীন সবার আগে দক্ষিণ চীন সাগরের সংশ্লিষ্ট দ্বীপগুলো ও সাগর অঞ্চল আবিষ্কার করেছে, নামকরণ ও উন্নয়ন করেছে। চীন সবার আগে স্থায়ী, শান্তিপূর্ণ ও কার্যকরভাবে দক্ষিণ চীন সাগরের সংশ্লিষ্ট দ্বীপ ও সাগর অঞ্চলের উপর সার্বভৌমত্ব ও এখতিয়ার প্রয়োগ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘কায়রো ঘোষণা’ ও ‘পটসডাম ঘোষণা’ অনুসারে দক্ষিণ চীন সাগরে জাপানের অবৈধভাবে দখলকৃত দ্বীপগুলো চীনের অধীনে আসে। পাশাপাশি, এসব দ্বীপ ও সাগর অঞ্চলের উপর চীনের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা হয়। 


তিনি আরও বলেন, ১৯৪৮ সালে চীন সরকার আনুষ্ঠানিকভাবে ‘দক্ষিণ চীন সমুদ্র বিন্দুযুক্ত লাইন’ প্রকাশ করেছিল। তখন থেকে চীন সরকার বরাবরই এতে অবিচল রয়েছে। 


তিনি বলেন, ফিলিপিন্সের উচিত আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত না করা, দক্ষিণ চীন সাগরের সমস্যা কাজে লাগিয়ে বিতর্ক সৃষ্টি না করা এবং বাইরের শক্তি ব্যবহার করে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা নষ্টকারী আচরণ বন্ধ করা। 


ওয়াং ওয়েন বিন জোর দিয়ে বলেন, দক্ষিণ চীন সাগর বিষয়ে চীন নিজের ভূখণ্ড এবং সাগরের স্বার্থ ও অধিকার দৃঢ়ভাবে রক্ষা করবে।

 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)