উন্নয়নে নতুন পথনির্দেশনা দিলেন প্রেসিডেন্ট সি
2024-03-14 15:52:52

মার্চ ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে আগামী বছরগুলোতে উচ্চমানের উন্নয়ন এবং চীনা আধুনিকীকরণের একটি নতুন দিকনির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট সি চিনপিং।

৪-১১ মার্চ অনুষ্ঠিত সপ্তাহব্যাপী চলা দুই অধিবেশনে জাতীয় গণকংগ্রেসের প্রায় পাঁচ হাজার ডেপুটি এবং চীনা গণ রাজনৈতিক পরামর্শক সম্মেলনের জাতীয় কমিটির সদস্যদের সঙ্গে দায়িত্ব পালন ও এ সংক্রান্ত মূল্যবান পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট সি।

বিশ্লেষকরা বলেন, ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য অর্জনের জন্য বছরটি গুরুত্বপূর্ণ। চীনারাও নতুন দিকনির্দেশনা ও নতুন পথ খুঁজে পেতে এনপিসি ও সিপিপিসিসি’র বার্ষিক সভা থেকে অনেক উত্তরের অপেক্ষা করছেন।

সিপিসির কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের অধ্যাপক হং সিয়াংহুয়া বলেছেন, গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সংস্কারের বাস্তবায়ন এবং ফলাফালগুলোর পুনর্মূল্যায়ন হবে এই বছর। নিঃসন্দেহে, দুটি অধিবেশন চলাকালীন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নতুন যে বার্ষিক লক্ষ্যমাত্রা প্রণয়ন করা হয়েছে তা সমগ্র পার্টি ও জাতিগোষ্ঠীকে একত্রিত করবে।

৫ মার্চ চিয়াংসু প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেন প্রেসিডেন্ট সি। সেখানে তিনি নতুন উৎপাদন শক্তির ওপর জোর দেন। স্থানীয় অবস্থার ওপর ভিত্তি করে নতুন মানসম্পন্ন উৎপাদন শক্তি গড়ে তোলার গুরুত্বও তুলে ধরেন প্রেসিডেন্ট সি।

সি বলেন, নতুন মানের উৎপাদনশীলতার বিকাশ মানে ঐতিহ্যগত শিল্পকে উপেক্ষা করা নয়। তার মতে, এই বিষয়ে খাপছাড়া চিন্তা করা উচিত নয় এবং এ নিয়ে কোনো ফাঁপা বিষয়ও যেন তৈরি না হয়।

এক্ষেত্রে একটি মাত্র মডেল অনুসরণ করা থেকেও বিরত থাকতে হবে বলে জানান সি।

বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি পরিবেশগত সুরক্ষায় সবসময়ই গুরুত্ব দিয়ে আসছেন প্রেসিডেন্ট সি চিনপিং। দুই অধিবেশনের তৃতীয় দিনে, চীনা কুওমিনতাঙের বিপ্লবী কমিটির পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি খাত এবং পরিবেশ ও সম্পদ বিভাগের রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গেও আলোচনায়ও যোগ দেন তিনি।

প্রেসিডেন্ট বলেন, আইনসম্মত ও বিজ্ঞান-ভিত্তিক উপায়ে দূষণ নিয়ন্ত্রণ করা উচিত। এ ছাড়া চীনের অর্থনীতি ও সমাজে কম কার্বন দূষণ হয় এমন উন্নয়ন, সংরক্ষণনীতি শক্তিশালীকরণ এবং সম্পদের পুনর্ব্যবহারকে শক্তিশালী করতে হবে বলেও জানান সি।

চীনের তাইওয়ান প্রসঙ্গে কুওমিনতাঙের বিপ্লবী কমিটির উদ্দেশ্যে সি বলেন, ‘তাইওয়ানের ভেতরে এবং বাইরে দেশ-বিদেশের সকল দেশপ্রেমিক শক্তিকে আরও ভালোভাবে একত্রিত করার চেষ্টা করা উচিত। তাইওয়ানের বিচ্ছিন্নতার বিরোধিতাকারী শক্তিগুলোকেও শক্তিশালী করে শান্তিপূর্ণ পুনর্মিলনকে উন্নীত করার ব্যাপারে জোর দেন সি।’

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি