বৃহস্পতিবার থেকে সুইজারল্যান্ডসহ ৬টি দেশের জন্য ভিসা-ছাড় সুবিধা দেবে চীন
2024-03-14 21:00:05

মার্চ ১৪: আজ (বৃহস্পতিবার) থেকে সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবুর্গের সব নাগরিকদের জন্য চীন ভিসামুক্ত যাতায়াতের সুবিধা দেবে। এদিন সকাল থেকে বেইজিং, ছং ছিংসহ দেশের একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম দফায় এ নীতির সুবিধাভোগীরা চীনে প্রবেশ করেছেন।


সংশ্লিষ্ট নীতি অনুসারে, বৃহস্পতিবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত, উন্মুক্ত ৬টি দেশের জন্য এ ভিসামুক্ত যাতায়াতের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। এ ছ’টি দেশের নাগরিকরা চীনে ১৫ দিন পর্যন্ত ভিসা ছাড়া থাকতে পারবে। 


এদিন ভোর ৪টায় বেলজিয়াম থেকে প্রায় অর্ধশতাধিক যাত্রী বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তারা এ নীতি অনুসারে সুষ্ঠুভাবে ভিসা ছাড়াই চীনে এসেছেন। এ ছাড়া, এ দিনে আরও কয়েক ডজন যাত্রী চীনের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তারা প্রথম দফায় এ নীতির সুবিধা উপভোগ করছেন। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)