চীন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের চেতনা বজায় রাখবে
2024-03-13 19:27:19

মার্চ ১৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোর বন্ধু। চীন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রতি গভীর মনোযোগ দেয়। চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে উচ্চমানের পারস্পরিক সুবিধা এবং উভয়ের জয় অর্জনের জন্য বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতাকেও গুরুত্ব দেয়। দুই অধিবেশনে, জাতীয় গণকংগ্রেসের কিছু চীনা প্রতিনিধি এবং এনপিপিসিসি’র সদস্যরাও এ বিষয়ে প্রাসঙ্গিক পরামর্শ দিয়েছেন। গাজার সংঘাত ক্রমাগত বাড়ছে। যা মধ্যপ্রাচ্য এমনকি আন্তর্জাতিক সমাজের উপর মারাত্মক প্রভাব ফেলছে। ভবিষ্যতে, চীন বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের চেতনা বজায় রাখবে, কৌশলগত স্বাধীনতা জোরদার করতে মধ্যপ্রাচ্যের দেশগুলিকে সমর্থন দেবে এবং আঞ্চলিক নিরাপত্তা সমস্যা সমাধানে একত্রে কাজ করবে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতায় দীর্ঘমেয়াদি উন্নয়নে অবদান রাখবে চীন।

(জিনিয়া/তৌহিদ)