শান্তিপূর্ণ একীকরণ সবচেয়ে ভালো উপায়: চীনা মুখপাত্র
2024-03-13 18:41:27


মার্চ ১৩: ‘শান্তিপূর্ণভাবে একীকরণ এবং এক দেশ দুই ব্যবস্থা’ হল চীনের মাতৃভূমির পুনর্মিলন অর্জনের সর্বোত্তম উপায়। আজ (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান কার্যালয়ের মুখপাত্র ছেন বিন হুয়া এক নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেছেন।

মুখপাত্র বলেন, "শান্তিপূর্ণ পুনর্মিলন এবং এক দেশ, দুই ব্যবস্থা" তাইওয়ান সমস্যা সমাধানে চীনের মৌলিক নীতি। এটি দেশের পুনর্মিলন অর্জনের সর্বোত্তম উপায় এবং তাইওয়ান প্রণালী এবং চীনা জাতির জন্য সবচেয়ে কল্যাণকর। চীন শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য একটি বিস্তৃত স্থান তৈরি করতে চায় এবং সর্বোত্তম আন্তরিকতা ও সর্বোত্তম চেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ পুনর্মিলন প্রত্যাশা করে। চীন কখনওই বলপ্রয়োগে সমর্থন দেবে না। এটি বহিরাগত শক্তির হস্তক্ষেপ এবং খুব অল্প সংখ্যক "তাইওয়ানের স্বাধীনতা" দাবিদার এবং তাদের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের লক্ষ্য।

মুখপাত্র আরো বলেন, চীন যে কোনো ধরনের স্বাধীন তাইওয়ান অপচেষ্টা ধ্বংস করবে এবং দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় যথেষ্ঠ আস্থাবান ও সক্ষম।

(শুয়েই/তৌহিদ/আকাশ)