নতুন মানের উৎপাদন শক্তি বিশ্ব উন্নয়নের চালিকাশক্তিতে পরিণত হচ্ছে: আন্তর্জাতিক মত
2024-03-13 20:11:46

মার্চ ১৩: চীনের দুই অধিবেশন অব্যাহতভাবে বিশ্বের নজর কেড়েছে। চীন উচ্চ মানের উৎপাদন শক্তি উন্নয়নের কথা প্রকাশ করেছে। এতে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিবাচক মূল্যায়ন করেছেন। তাঁরা জানান, নতুন মানের উৎপাদন শক্তি বিশ্বের উন্নয়নের চালিকাশক্তিতে পরিণত হচ্ছে। যা কার্যকরভাবে বিভিন্ন দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত সংস্কার এগিয়ে নেবে। 


থাইল্যান্ডের সাবেক উপপ্রধানমন্ত্রী ফিনিজ জারুসোমবাত বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং উচ্চ মানের উৎপাদন শক্তির ধারণা উত্থাপন করেছেন। যা আসিয়ান এবং বিশ্বের সংস্কার ও উন্নয়নের চালিকাশক্তিতে পরিণত হচ্ছে। নতুন জ্বালানিচালিত গাড়ি হচ্ছে চীনের নতুন মানের উৎপাদন শক্তির প্রতিনিধি; এর উচ্চ প্রযুক্তি ও গুণগত মান ইতোমধ্যে বিশ্ব বাজারের স্বীকৃতি পেয়েছে। চীনের উচ্চ মানের উৎপাদন শক্তি আশিয়ান, বিশেষ করে থাইল্যান্ডের উন্নয়নে অভূতপূর্ব কাজ করছে। 


নেপালের নিম্নকক্ষের স্পিকার দেভরাজ ঘিমিরি বলেন, দুই অধিবেশনে যে নীতিমালা ও ব্যবস্থা নির্দিষ্ট ও চালু করা হয়েছে, সেসব নীতিমালা ও ব্যবস্থা চীনের অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নেবে। তাই চীনের দুই অধিবেশন অনেক অর্থপূর্ণ। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)