যুক্তরাষ্ট্রকে ‘তাইওয়ানের স্বাধীনতায়’ সমর্থন না-দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দেয় চীন
2024-03-13 19:28:56

মার্চ ১৩: যুক্তরাষ্ট্র সম্প্রতি ঘোষিত ২০২৫ অর্থবছরের বাজেটে,  প্রথমবারের মতো তাইওয়ানের জন্য একটি পৃথক প্রকল্প তালিকাভুক্ত করেছে। এ বিষয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র আজ (বুধবার) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জোর দিয়ে বলেন যে, তাইওয়ান চীনের তাইওয়ান। তাইওয়ান ইস্যুটি সম্পূর্ণরূপে চীনের অভ্যন্তরীণ বিষয় এবং কোনো বাইরের শক্তির হস্তক্ষেপ সহ্য করা হবে না। যুক্তরাষ্ট্রকে এক-চীন নীতি এবং চীন-মার্কিন তিনটি যৌথ ইশতেহার মেনে চলার তাগিদ দেয় চীন। তা ছাড়া যুক্তরাষ্ট্রের উচিত "তাইওয়ানের স্বাধীনতায়" সমর্থন না-করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা, তাইওয়ানকে অস্ত্র সরবরাহ বন্ধ করা এবং "তাইওয়ানের স্বাধীনতাপন্থি" বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত দেওয়া বন্ধ করার তাগিদ দেয় চীন।

 (জিনিয়া/তৌহিদ)