প্রতিবন্ধীদের স্বার্থ ও অধিকার নিশ্চিত করায় চীন সরকার অনেক গুরুত্ব দেয়: চীনা রাষ্ট্রদূত
2024-03-13 20:07:52

মার্চ ১৩: জাতিসংঘের জেনিভা কার্যালয়ে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছেন সু গতকাল (মঙ্গলবার) এক যৌথ অনুষ্ঠানে জানান, প্রতিবন্ধীদের স্বার্থ ও অধিকার নিশ্চিত করায় চীন সরকার অনেক গুরুত্ব দেয়। 


এদিন, জাতিসংঘের জেনিভা কার্যালয়ে নিযুক্ত চীনা প্রতিনিধি দল, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার, ইনএন নারী-সহ একাধিক প্রতিষ্ঠান যৌথভাবে প্রতিবন্ধীদের স্বার্থ ও অধিকারের বিশেষ ব্যবস্থা প্রতিষ্ঠার দশম বার্ষিকী স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করেছে। এতে সরাসরি ও অনলাইনে একাধিক দেশের কূটনীতিক, সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিকসহ শতাধিক লোক অংশগ্রহণ করেছেন। 


জাতিসংঘ জেনিভা কার্যালয়ে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছেন সু অনুষ্ঠানে বলেন, এ বছর প্রতিবন্ধীদের স্বার্থ ও অধিকার বিশেষ ব্যবস্থা প্রতিষ্ঠার দশম বার্ষিকী। পাশাপাশি ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত কনভেনশনের’ ২০তম বার্ষিকীও আসছে। বিভিন্ন পক্ষের সঙ্গে একযোগে সংশ্লিষ্ট বার্ষাকী উপলক্ষ্যে, প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের জন্য বাস্তব পদক্ষেপ নিতে ইচ্ছুক চীন। যাতে করে ‘সবাই একসাথে এগিয়ে যাওয়ার’ লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে পারে।

 (আকাশ/তৌহিদ/ফেইফেই)