ইইউ কমিশনে বসনিয়া-হারজেগোভিনার যোগদানের আলোচনা শুরুর প্রস্তাব
2024-03-13 14:16:38

মার্চ ১৩: ইউরোপীয় ইউনিয়ন-ইইউ কমিশন সংস্থাটিতে বসনিয়া-হারজেগোভিনার যোগদানের আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে গতকাল (মঙ্গলবার) ।

এদিন প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ইইউ কমিশনের সংশ্লিষ্ট রিপোর্ট অনুযায়ী, দেশটি অধিকতর ব্যবস্থা নেওয়ার পর, কমিশনে যোগ দেওয়ার আলোচনা কাঠামো গ্রহণ করার প্রস্তাব দেয়া হয়েছে

ইইউ কমিশন জানায়, দেশটি স্বার্থ-বিরোধ ইন, অর্থ পাচার বিরোধী ও সন্ত্রাসে অর্থায়নের বিরোধী আইনসহ বেশ কয়েকটি সংস্কার বেগবান করেছে, আইন ও বিচারিক ব্যবস্থা ও অভিবাসন প্রশাসন উন্নত করেছে, দুর্নীতি, সংগঠিত অপরাধ ও সন্ত্রাস দমন করেছে। এ ছাড়া ইইউ’র সাধারণ পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির সঙ্গে সামগ্রিক সামঞ্জস্যে পৌঁছেছে বসনিয়া –হারজেগোভিনা।

(প্রেমা/হাশিম/শিশির)