ইউক্রেন বিষয়ে শান্তি আলোচনায় চীনের ভূমিকার প্রশংসা করেছে বিভিন্ন পক্ষ
2024-03-13 18:51:05

মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: রাশিয়া-ইউক্রেন সংকট বিষয়ে শান্তি আলোচনা এগিয়ে নেয়ার জন্য চীনের প্রচেষ্টার প্রশংসা করেছে বিভিন্ন পক্ষ। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। ইউরেশিয়ান বিষয়ক চীন সরকারের বিশেষ প্রতিনিধি লি হুইয়ের দ্বিতীয় দফা শাটল কূটনীতির প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এই মন্তব্য করেন।

ওয়াং বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে গত দুই বছরে চীন সর্বদা ঐকমত্য গড়ে তোলা এবং শান্তি আলোচনার পথ প্রশস্ত করার লক্ষ্যে একটি উদ্দেশ্যমূলক ও নিরপেক্ষ অবস্থানে রয়েছে।

ওয়াং বলেন, চীন আন্তরিকভাবে আশা করে যে সংশ্লিষ্ট সকল পক্ষ রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করবে এবং পরিস্থিতি শান্ত করবে।

তিনি আরও বলেন, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে।

 

শান্তা/রহমান