জি-২০কে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করার আহ্বান চীনের
2024-03-13 14:17:39

মার্চ ১৩: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি তাই বিং গতকাল (মঙ্গলবার) জি-২০’র কর্মবিষয়ক ব্রিফিংয়ে ভাষণে সংস্থাটিকে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার মন্থর, বৈশ্বিক চ্যালেঞ্জ একের পর এক আবির্ভূত হচ্ছে। চীন জি-২০ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও অংশীদারি ভূমিকা পালন করে, ঐক্য ও সহযোগিতা জোরদার করে, বিশ্ব অর্থনীতির শক্তিশালী, টেকসই ও ভারসাম্যমূলক বৃদ্ধির প্রত্যাশা করে।

একদিকে, উন্নয়নকে সহযোগিতার অগ্রাধিকার হিসেবে রাখা, অন্যদিকে সামষ্টিক অর্থনীতির নীতিগত সহযোগিতা অব্যাহত রাখা এবং ডিজিটাল অর্থনীতির সুপ্তশক্তিকে কাজে লাগানোর কথা বলেন তাই বিং।

তিনি আরো বলেন, চীন বিভিন্ন পক্ষের সঙ্গে ব্রাজিলকে সাফল্যের সঙ্গে জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করে, বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধার ও বিশ্বসমৃদ্ধি অর্জনে অবদান রাখতে সমর্থন দিয়ে যাবে।

(প্রেমা/হাশিম/শিশির)