যুক্তরাষ্ট্রের উচিত ইসলাম ধর্মাবলম্বীদের রক্ষায় কাজ করা
2024-03-13 18:52:02

মার্চ ১৩: যুক্তরাষ্ট্রের উচিত মানবাধিকার বিষয়ে দ্বৈত মানদণ্ড পরিহার করা, এবং গাজার মানবিক সমস্যায় তার রাজনৈতিক শো বন্ধ করা। সেখানকার ইসলাম ধর্মাবলম্বীদের রক্ষায় কাজ করা।

যুক্তরাষ্ট্রের রমজান মাস সম্পর্কিত বিবৃতির জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।

সম্প্রতি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিনকেন এক বিবৃতিতে বলেছেন যে, সিনচিয়াংয়ের উইগুর মানুষ, মিয়ানমার এবং বাংলাদেশের রোহিঙ্গা মানুষ এবং ফিলিস্তিনিসহ ইসলাম ধর্মাবলম্বীরা সংঘর্ষ এবং কষ্টের মধ্যে আছে।

এ বিষয়ে ওয়াং ওয়েন বিন বলেন, সিনচিয়াংয়ের সমাজ স্থিতিশীল,  অর্থনীতি উন্নত, ধর্মীয় অবস্থা সুষম রয়েছে। উইগুর জাতিসহ বিভিন্ন জাতির মানুষের মানবাধিকার পুরোপুরি নিশ্চিত হয়েছে। সিনচিয়াংয়ে সংঘর্ষ নেই, সংঘর্ষ চলছে গাজা এলাকায়। সিনচিয়াংয়ে ইসলাম ধর্মাবলম্বীরা ক্ষুধা ও হত্যাকাণ্ডের ঝুঁকিতে নেই, বরং গাজার লাখ লাখ মানুষ এ কষ্টে আছে।

 (শুয়েই/তৌহিদ/আকাশ)