চীনের গ্রামাঞ্চলে ই-কমার্স উন্নয়নের পরিকল্পনা প্রকাশিত
2024-03-13 20:10:18


মার্চ ১৩: আজ (বুধবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ মোট ৯টি বিভাগ ‘গ্রামাঞ্চলে ই-কমার্সের উচ্চ গুণগত মানের উন্নয়ন এগিয়ে নেওয়া বিষয়ক মতামত’ প্রকাশ করেছে। এতে বলা হয়, ৫ বছরের মধ্যে গ্রামাঞ্চলে উচ্চ মানের ই-কমার্স সেবা-ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।


পরিকল্পনাটিতে বলা হয়, দেশজুড়ে ১০০টি ই-কমার্স ‘অগ্রসর কাউন্টি’ প্রতিষ্ঠিত হবে। যাতে করে গ্রামাঞ্চলে উৎপাদন এগিয়ে নিতে ই-কমার্সের ভূমিকা আরও জোরদার হয়। 


পাশাপাশি, দেশব্যাপী সংশ্লিষ্ট খাতে ১০০০টি মডেল শিল্পপ্রতিষ্ঠান গড়ে তলা হবে। কাউন্টির ভিত্তিতে ১০০০টি ওয়েবকাস্ট ই-কমার্স বেস তৈরি করা হবে। এতে ওয়েবকাস্ট ই-কমার্সের প্রয়োগের মান আরও উন্নত হবে। 


এ ছাড়া, গ্রামাঞ্চলে দশ হাজার ই-কমার্স উদ্যোক্তার গণসম্পদ উন্নত করা হবে। যাতে এ খাতে দেশের গ্রামাঞ্চলে সংশ্লিষ্ট কর্মসংস্থান ও শিল্পপ্রতিষ্ঠান উন্নয়নের ক্ষমতা আরও উন্নত হয়। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)