বেড়েই চলেছে কুয়াংতোং প্রদেশের বাণিজ্য
2024-03-13 18:48:14

মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: বৈদেশিক বাণিজ্যর প্রধানকেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশ। চলতি বছরের প্রথম দুই মাসে প্রদেশটির আমদানি-রপ্তানি ১ দশমিক ৩৫ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৯ শতাংশ বেশি।

 

কুয়াংতোং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের (জিএসি) সম্প্রতি প্রকাশিত তথ্যানুসারে, আগের বছরের একই সময়ের তুলনায় এ বছর রপ্তানি বেড়েছে ২৬ দশমিক ৮ শতাংশ। যার অর্থমূল্য ৮৮৫ দশমিক ৯৪ বিলিয়ন ইউয়ান। এছাড়া ২০২৩সালের প্রথম দুই মাসের তুলনায় চলতি বছরের প্রথম দুইমাসে আমদানি বেড়েছে ২১ দশমিক ৫ শতাংশ।

 

বৈদেশিক বাণিজ্য বৃদ্ধিতে ব্যক্তিখাতের উদ্যোগগুলো বড় ভূমিকা পালন করেছে। এ বছরের প্রথম দুই মাসে মোট আমদানি-রপ্তানির   ৬৩ দশমিক ৮ শতাংশ ছিল ব্যক্তিখাতের উদ্যোগ।

 

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি