রাফাহতে সামরিক অভিযান অব্যাহত রাখবে ইসরায়েল: নেতানিয়াহু
2024-03-13 14:14:00

মার্চ ১৩: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনহইয়ামিন নেতানিয়াহু গতকাল (মঙ্গলবার) পুনরায় ঘোষণা দিয়েছেন, গাজার সর্ব দক্ষিণে অবস্থিত রাফাহ শহরে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত থাকবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় গতকাল একটি প্রতিবেদনে জানায়, সেদিনে  নেতানিয়াহু আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে ভিডিও বৈঠকে বলেন, যুদ্ধে  ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন-হামাসের বাকি সশস্ত্র সদস্যদের ধ্বংস করতে হবে। না হলে হামাস পুনরায় সংগঠিত হবে, অস্ত্র তৈরি কবে এবং আবার গাজা উপত্যকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করবে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় উত্তর থেকে দক্ষিণে স্থল আক্রমণ শুরু করেছে। বর্তমানে সবচেয়ে দক্ষিণের শহর রাফাহতে প্রবল লড়াই চলছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার জোর দিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী শেষ পর্যন্ত রাফাহতে স্থল হামলা চালাবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গালান্তে ১৬ ফেব্রুয়ারি বলেছেন, ইসরায়েল রাফাহতে স্থল হামলার জন্য ‘বিস্তারিত পরিকল্পনা তৈরি করছে।’

(অনুপমা/হাশিম)