ক্যামেরায় ধরা পড়লো এশিয়ান হাতির দল
2024-03-13 18:49:06

মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: পরিবেশ সংরক্ষণ ও বন্যপ্রাণী সুরক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে চীন সরকার। আর এসব প্রচেষ্টার সুফলও মিলতে শুরু করেছে।

 

সম্প্রতি দেশটির ইয়ুনান প্রদেশের ফু’আর শহরের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা বন্য এশিয়ান হাতি ঘুরে বেড়ানো ও খাবার গ্রহণের দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন।

 

এ সময় হাতিগুলো জঙ্গলে ঘুরে বেড়ানো, খাবার গ্রহণ এবং নদীতে গোসল করছিল। এরপর হাতিগুলো বন থেকে বেরিয়ে পাহাড়ের দিকে চলে যায়। হাতিগুলো খাওয়ার সময় হলে এ জঙ্গলে চলে আসে। এরা টানা দশ ঘণ্টারও বেশি সময় ধরে চলতে পারে।

 

ফু’আর সিটির চিয়াংছেং কাউন্টির এশিয়ান এলিফ্যান্ট পর্যবেক্ষক মা ওয়েনহং বলেন, “এই মৌসুমে হাতিগুলো প্রধানত গাছের ছাল এবং ঘাস খায়। এই গাছটির দিকে তাকান এর বাকল সম্পূর্ণ খোসা ছাড়ানো হয়েছে।”

 

বন্য হাতির গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। কোনও গ্রামের কাছে হাতির দেখা পাওয়া গেলে স্কোয়াডের সদস্যরা ছুটে যান এবং অহিংস পদ্ধতিতে এটিকে বনে ফিরিয়ে নেয়ার চেষ্টা চালান। সেটা না করা গেলে পুরো এলাকাটি কর্ডন করা হয় এবং গ্রামবাসীদের কাছে সতর্ক বার্তা পাঠানো হয়।

 

এশিয়ান হাতি হলো এশিয়ান মহাদেশের বৃহত্তম স্থলচর প্রাণী। চীনে শীর্ষ স্তরের সুরক্ষার অধীনে এই হাতি রয়েছে। ইয়ুননান প্রদেশের সিশুয়াংবান্না তাই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের ফু’আর শহর এবং লিনছ্যাং শহরের বিভিন্ন অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়।

 

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি