ইউরেশিয়া-বিষয়ক চীন সরকারের বিশেষ প্রতিনিধি শাটল দ্বিতীয় দফা কূটনীতি শেষ করেছেন
2024-03-12 17:45:09

মার্চ ১২: ইউরেশিয়া-বিষয়ক চীন সরকারের বিশেষ প্রতিনিধি লি হুই সবেমাত্র শাটল কূটনীতির দ্বিতীয় দফা শেষ করেছেন। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন যে, সব পক্ষ শান্তি ও আলোচনা প্রচারে চীনের প্রচেষ্টার প্রশংসা করেছে। ইউক্রেন সঙ্কট বেড়ে যাবার পর থেকে দু’বছরেরও বেশি সময় পার হয়েছে। বিগত দুই বছরে, চীন সর্বদা ঐকমত্য তৈরি করা এবং শান্তি আলোচনার পথ প্রশস্ত করার চেষ্টা করেছে।

মুখপাত্র বলেন, যুদ্ধ এখনও চলছে, এবং সংকট ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। সবচেয়ে জরুরি বিষয় হল শান্তি পুনরুদ্ধার করা। চীন আন্তরিকভাবে আশা করে যে, সংশ্লিষ্ট সব পক্ষ রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করবে এবং পরিস্থিতি শান্ত করতে সাহায্য করবে। ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে চীন একটি গঠনমূলক ভূমিকা পালন করবে।

(জিনিয়া/তৌহিদ)