সংশ্লিষ্ট দেশগুলোকে ব্যক্তি বিনিময় ও সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান জানায় চীন
2024-03-12 20:23:31


মার্চ  ১২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে জানান, সংশ্লিষ্ট দেশগুলোকে চীনা নাগরিকদের আরও বেশি ভিসা সুবিধা দেওয়ার আহ্বান জানায় চীন। যাতে করে ব্যক্তি বিনিময় ও সহযোগিতা আরও উন্নত হতে পারে।


তিনি জানান, চীন ও হাঙ্গেরি হচ্ছে সার্বিক কৌশলগত অংশীদার। নানা খাতে দু’পক্ষের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। চীন লক্ষ্য করেছে, হাঙ্গারিসহ ৬ দেশের জন্য চীন ভিসা ছাড় নীতি ঘোষণা করার পর, হাঙ্গেরিও চীনের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সুবিধা চালু করেছে। এতে দু’দেশের সম্পর্কের উচ্চ মানের উন্নয়ন প্রতিফলিত হয়েছে। চীন একে স্বাগত জানায়। 


তিনি বলেন, আশা করা যায়, এসব ব্যবস্থায় দু’দেশের বিনিময় আরও এগিয়ে যাবে। দু’দেশের নানাখাতের সহযোগিতা আরও জোরদার হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)