গাজার জরুরি যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান চীনের
2024-03-12 15:51:54

মার্চ ১২: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদে সংঘাতে যৌন সহিংসতা বিষয়ক এক উন্মুক্ত আলোচনায় আন্তর্জাতিক সমাজকে জরুরিভিত্তিতে গাজার যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান।

তিনি বলেন, চীন সশস্ত্র সংঘর্ষে নারীর বিরুদ্ধে যে কোন রূপ যৌন সহিংসতার নিন্দা জানায় এবং যথাসময়ে ও সার্বিকভাবে আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার আইন লঙ্ঘনের তদন্ত করার পক্ষপাতি।

তিনি বলেন, পাঁচ মাসের গাজা সংঘর্ষ নারীদের জন্য অবর্ণনীয় দুর্ভোগ বয়ে এনেছে। চীন আন্তর্জাতিক সমাজকে দ্বিগুণ প্রচেষ্টা চালিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন প্রচেষ্টা বেগবান করার আহ্বান জানায়। এছাড়া কূটনৈতিক চেষ্টা বাড়িয়ে সকল বন্দিকে যথাশিগগির মুক্তি দেয়ারও আহ্বান জানায় চীন। (প্রেমা/হাশিম/শিশির)