ভারতের তথাকথিত ‘অরুণাচল প্রদেশ’ দাবির দৃঢ় বিরোধিতা করে চীন: মুখপাত্র
2024-03-12 14:54:16

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: চাংনান এলাকাটি চীনের ভূখণ্ড এবং চীন তথাকথিত ‘অরুণাচল প্রদেশে’ ভারতীয় নেতাদের সফরের দৃঢ় বিরোধিতা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার একটি টানেল এবং কিছু প্রকল্পের উদ্বোধন করতে তথাকথিত ‘অরুণাচল প্রদেশ’ সফর করেছেন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে টানেলটি আবহাওয়া সংযোগ প্রদান,  প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ানো এবং সীমান্ত অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য করা হয়েছে।

ওয়াং এই অঞ্চলে চীনের সার্বভৌমত্বের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, ভারতের পদক্ষেপগুলো দুই দেশের মধ্যে সীমান্ত প্রশ্নকে আরও জটিল করবে।

তিনি বলেন, স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাংয়ের দক্ষিণের অঞ্চল চাংনান এলাকাটি চীনা ভূখণ্ড। চীন সরকার কখনই ভারতের অবৈধভাবে স্থাপিত তথাকথিত অরুণাচল প্রদেশের স্বীকৃতি দেয়নি এবং দৃঢ়ভাবে এর বিরোধিতা করে।

ওয়াং ওয়েনবিন বলেন, চীনের চাংনান অঞ্চলে নির্বিচারে উন্নয়ন করার অধিকারও ভারতের নেই।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি