তাইওয়ান কর্তৃপক্ষের ‘ডি-সাইনিসাইজেশন’ নীতির বিরুদ্ধে মূল ভূখণ্ডকে সতর্ক থাকার পরামর্শ
2024-03-12 14:47:25

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: তাইওয়ান কর্তৃপক্ষ চীনের এ দ্বীপ প্রদেশে মতাদর্শ ও সংস্কৃতির ক্ষেত্রে ‘ডি-সাইনিসাইজেশন’ বা ‘চীনায়ন-বিরোধী’ নীতি অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন চীনের আইনপ্রণেতা ও রাজনৈতিক উপদেষ্টারা।

চীনে সদ্যসমাপ্ত দুই অধিবেশন চলাকালে তারা এমন অভিযোগ করেন এবং এ ব্যাপারে সতর্ক থাকার জন্য মূল ভূখণ্ডকে পরামর্শ দেন।

‘ডি-সাইনিসাইজেশন’ নীতির লক্ষ্য মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ান দ্বীপের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জাতিগত সংযোগ বিচ্ছিন্ন করা – এমন মন্তব্য করে আইনপ্রণেতা ও রাজনৈতিক উপদেষ্টারা বলেন, এই অপচেষ্টা তাইওয়ান প্রণালীর দুই তীরের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে।

তাইওয়ানের তথাকথিত ‘স্বাধীনতা’ প্রচেষ্টাকে মোকাবেলা করার জন্য তারা তরুণ প্রজন্মকে নিয়ে আরও ‘ক্রস-স্ট্রেট এক্সচেঞ্জ’ আয়োজন করা এবং অভিন্ন চীনা সংস্কৃতির প্রসারে কাজ করার পরামর্শ দেন।

জাতীয় গণকংগ্রেসের সদস্য এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের তাইওয়ান ইনস্টিটিউটের প্রধান লি ইয়ি হু সতর্ক করেন যে, তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) এবছর তথাকথিত ‘এক চীন, এক তাইওয়ান’ কাঠামোতে তাইওয়ানের সাংস্কৃতিক, শিক্ষাগত ও সামাজিক ব্যবস্থাকে অন্তর্ভূক্তি করার চেষ্টা করতে পারে।

তিনি বলেন, মে মাসে দ্বীপের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণকারী ডিপিপি’র লাই চিং-তে সম্ভবত একটি ‘মৌলিক সাংস্কৃতিক আইন’ প্রবর্তনের মধ্য দিয়ে গোপনে সংস্কৃতি ও মতাদর্শের ক্ষেত্রে তথাকথিত ‘তাইওয়ানের স্বাধীনতা’র পক্ষে মত গঠনে তার অবস্থান ব্যবহার করতে পারেন।

চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্য এবং তাইওয়ানবাসীদের নিখিল চীন ফেডারেশনের ভাইস-চেয়ারম্যান ইয়াং ইয়ি চৌ বলেন, তাইওয়ানে ‘ডি-সাইনিসাইজেশনের’ মধ্য দিয়ে লাই ধীরে ধীরে তথাকথিত ‘তাইওয়ানের স্বাধীনতা’র দিকে এগোচ্ছেন, যার বিরুদ্ধে নজরদারি প্রয়োজন।

- রহমান/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি