সিরিয়া এক অভূতপূর্ব মানবিক সংকটে পড়েছে: জাতিসংঘ কমিশন
2024-03-12 15:49:37

মার্চ ১২: জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সিরিয়া বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন গতকাল (সোমবার) জেনেভায় প্রকাশিত  একটি প্রতিবেদন বলেছে, সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনী এবং অন্যান্য বিদেশী সামরিক বাহিনীর দ্বারা সৃষ্ট পরিস্থিতিতে সিরিয়া একটি নজিরবিহীন মানবিক সংকটে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় বর্তমানে ১ কোটি ৬৭ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তহবিল ঘাটতি জাতিসংঘকে সিরিয়ায় নিয়মিত খাদ্য সহায়তা স্থগিত করতে বাধ্য করেছে। লাখ লাখ মানুষ সেখানে ক্ষুধার্ত থাকছে।

তদন্ত কমিটির চেয়ারম্যান পল পিনহেইরো বলেছেন, গত বছরের অক্টোবর থেকে সিরিয়ায় চার বছরের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধের ঘটনা ঘটেছে। সিরিয়ার সংঘাত রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, সিরিয়ার ৯০ শতাংশেরও বেশি মানুষ বর্তমানে দারিদ্র্যের মধ্যে বাস করছে। পাশাপাশি, নিষেধাজ্ঞা জোরদার করার কারণে দেশটির অর্থনীতি তীব্রভাবে সংকুচিত হয়েছে। ‘সিরিয়ার জনগণ এই দীর্ঘস্থায়ী এবং ধ্বংসাত্মক যুদ্ধের আর কোন তীব্রতা সহ্য করতে পারবে না।’

তদন্ত কমিটির কমিশনার হানি মেগালি বলেছেন, সিরিয়ার শরণার্থীরা এখনও বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুত জনগোষ্ঠী। ১ কোটি ৩০ লাখের বেশি সিরিয়ান তাদের বাড়িতে ফিরে যেতে অক্ষম।

(অনুপমা/হাশিম)