নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি ঐক্য ও সহযোগিতার মনোভাব বজায় রাখতে চীনের আহ্বান
2024-03-12 13:52:47

মার্চ ১২: নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি ঐক্য ও সহযোগিতার মনোভাব বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে চীন। গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদে একটি উন্মুক্ত আলোচনায় এ আহ্বান জানান জাতিসংঘে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তাই বিং।

চীনা রাষ্ট্রদূত বলেন,  নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক যৌথ নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা পরিষদের সদস্যদের রয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব। তাই সকলের উচিত জাতিসংঘ সনদকে সমুন্নত রেখে পরস্পরকে শ্রদ্ধা প্রদর্শন, সমতা এবং পারস্পরিক যত্নশীলতার ভিত্তিতে নিরাপত্তা পরিষদের ভূমিকা বেগবান করা এবং এর কর্তৃত্ব ও মর্যাদা রক্ষা করা।

তাই বিং আরও বলেন, সদস্য দেশগুলোকে নিরাপত্তা পরিষদে উন্নয়নশীল দেশ, ক্ষুদ্র ও মাঝারি দেশগুলোর প্রতিনিধিত্ব ও  ভাষ্য দেওয়ার  অধিকার রক্ষা করতে হবে, যাতে পরিষদের সংগঠন আরও ভারসাম্যপূর্ণ এবং সিদ্ধান্ত আরও ন্যায্য ও সমতাসম্পন্ন হয়।

তাই বিং মনে করেন, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো নিরাপত্তা পরিষদের বিশেষ ব্যবস্থা। এটি রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের জন্য অনুকূল শর্ত সৃষ্টি করার জন্য। তবে কূটনৈতিক প্রচেষ্টা অপরিহার্য।

(রুবি/হাশিম/শিখা)