চীনে শুরু হয়েছে খাদ্য-শস্য উৎপাদনের মৌসুম
2024-03-12 14:46:21

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীন জুড়ে এখন চোখে পড়ছে কৃষকের ব্যস্ততা। খামারে খামারে চলছে বসন্ত মৌসুমের ফসল বোনার ধুম।

চীনের কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় জানায়,  কৃষি উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে জমিতে সেচ ও সার দেওয়ার কাজে কৃষকদের সহযোগিতা করছে প্রাদেশিক সরকার।

ফসলের উচ্চ-ফলন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জোর দিয়ে হাতে নেওয়া হয়েছে পাইলট প্রকল্প। এই প্রকল্পের আওতায় ৩ শতাধিক কাউন্টিতে সরবরাহ করা হয়েছে কৃষিবান্ধব প্রযুক্তি।

ফসল উৎপাদন চক্রাকারে করার ফলে মাটির পানি ধারণ ক্ষমতা ও উর্বরতা বেড়েছে। এর ফলে জমিতে ফসল উৎপাদনও বেড়ে গেছে।

এদিকে, পূর্ব চীনের শানতোং প্রদেশে চালু করা হয়েছে মাইক্রোজেট সেচ পদ্ধতি। এতে পানি ও সারের মিশ্রণ ছিটানো হয় জমিতে। ফলে চাষের জমিতে কমে এসেছে পানি ও সারের পরিমাণ । এই উদ্যোগের ফলে ৩০ শতাংশ পর্যন্ত পানি ও ২০ শতাংশ রাসায়নিক সারের ব্যবহার কমানো সম্ভব হয়েছে।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- চায়না ডেইলি/সিনহুয়া