এ অঞ্চলের বাইরের কিছু দেশকে দক্ষিণ চীন সাগরে ঝামেলা না করার তাগিদ দেয় চীন
2024-03-12 17:49:18

মার্চ ১২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জোর দিয়ে বলেছেন, দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা চীন ও আসিয়ান দেশগুলির যৌথ প্রচেষ্টার অংশ। তিনি এ অঞ্চলের বাইরের কিছু দেশকে দক্ষিণ চীন সাগরে ঝামেলা না করার তাগিদ দেন।

 

    তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হল দুটি নীতি, বিদ্যমান বিরোধগুলি অবশ্যই সংলাপ, পরামর্শ ও সরাসরি আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলিকে পরিচালনা ও সমাধান করতে হবে, এবং চীন ও আসিয়ান দেশগুলির যৌথ প্রচেষ্টার মাধ্যমে সামুদ্রিক শান্তি বজায় রাখতে হবে। এটি ২০০২ সালে স্বাক্ষরিত দক্ষিণ চীন সাগরে বিভিন্ন পক্ষের আচরণের ঘোষণাপত্র।

চীন ঐতিহাসিক ও আইনগত তথ্যকে সম্মান করে বন্ধুত্বপূর্ণ মনোভাবের ওপর ভিত্তি করে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধান খুঁজতে চায়। চীন ভালো উদ্দেশ্যের অপব্যবহার করা এবং সামুদ্রিক আইনের বিকৃতি মেনে নেবে না।

(জিনিয়া/তৌহিদ)