গাজাকে যুক্তরাষ্ট্রের ‘তথাকথিত সাহায্য’ একটি অষৌক্তিক বিষয়: ইরান
2024-03-12 15:45:17

মার্চ ১২: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গতকাল (সোমবার) এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত চলতে থাকা ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ ফিলিস্তিনী জনগণের ওপর গুরুতর প্রভাব ফেলেছে। গাজাকে যুক্তরাষ্ট্রের ‘তথাকথিত সাহায্য’কে একটি অযৌক্তিক বিষয় বলে মনে করেন তিনি।

কানানি বলেন, গাজার ওপর ইসরায়েলের পাঁচ মাসের বেশি সময়ের সামরিক হামলায় গুরুতর মানবিক সংকট সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত অভিন্ন প্রচেষ্টা চালিয়ে যুদ্ধবিরতি বেগবান করে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি আরো বলেন, বহু বছর ধরে ইরানি জনগণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষ্ঠুর নিষেধাজ্ঞার ফল ভোগ করছে। যুক্তরাষ্ট্র মানবাধিকারের অজুহাতে ইরানসহ অনেক সার্বভৌম দেশের ওপর রাজনৈতিক চাপ দিচ্ছে ও ব্ল্যাকমেইল করছে।

তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভুল নীতি ও অভিযানের কারণে লোহিত সাগর সংকট গত কয়েক মাসে ধারাবাহিকভাবে চলছে। যুক্তরাষ্ট্রের উচিত অবিলম্বে মধ্যপ্রাচ্য অঞ্চলকে অনিরাপদ ও অস্থিতিশীল করার মতো আচরণ বন্ধ করা।

(প্রেমা/হাশিম/শিশির)