চীনের উচ্চ গুণগত মানের উন্নয়ন বিশ্বকে আরও বেশি সুযোগ দেবে: মুখপাত্র
2024-03-12 20:20:50

মার্চ ১২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে বলেন, আন্তর্জাতিক সমাজ প্রত্যাশা করছে যে, চীনের উচ্চ গুণগত মানের উন্নয়ন বিশ্বকে আরও বেশি সুযোগ দেবে। 


চীনা মুখপাত্র জানান, আন্তর্জাতিক সমাজের জন্য চীনের দুই অধিবেশন হচ্ছে চীনের নীতিমালা ও ব্যবস্থা জানার গুরুত্বপূর্ণ জানালা। ‘নতুন মানের উত্পাদন শক্তি’, ‘উচ্চ গুণগত মানের উন্নয়ন’, ‘উচ্চ মানের উন্মুক্তকরণ’সহ এ বছরের দুই অধিবেশনের নানা বিষয় আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে। এ বছরের দুই অধিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক সমাজ একটি স্থিতিশীল অগ্রগতি, উদ্ভাবনী, উন্মুক্ত, আত্মবিশ্বাস ও ঐক্যবদ্ধ চীন দেখেছে। আন্তর্জাতিক সমাজের চীনের অর্থনীতি ও সমাজের উন্নয়নের বিপুল সম্ভাবনার প্রতি ইতিবাচক মতামত রয়েছে। পাশাপাশি, চীনের উচ্চ গুণগত মানের উন্নয়ন বিশ্বকে আরও বেশি সুযোগ করে দেবে; এটাই আন্তর্জাতিক সমাজের প্রত্যাশা। 


তিনি বলেন, সরকারি কার্যবিবরণীতে ৫ শতাংশ উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চীনা অর্থনীতির বিপুল সম্ভাবনা ও প্রাণশক্তি দেখা যায়। 


তিনি বলেন, উচ্চ মানের উন্মুক্তকরণ সম্প্রসারণের খাতে নতুন ব্যবস্থায় দেখা যায় যে, বিশ্বের সঙ্গে চীনের সুযোগ ভাগাভাগির প্রতিজ্ঞা। সরকারি কর্মপ্রতিবেদনে বলা হয়, উচ্চ মানের উন্মুক্তকরণ আরও সম্প্রসারণ করা হবে, উভয়ের-জয় অবস্থা আরও এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি, আরও বেশি আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠান উপলব্ধি করেছে যে, চীনে বিনিয়োগ করা মানে ভবিষ্যতে বিনিয়োগ করা।  


তিনি বলেন, পরিকল্পনা ইতোমধ্যে তৈরি করা হয়েছে। গোটা বছরের অর্থনীতি ও সমাজ উন্নয়নের নানা লক্ষ্যমাত্রা ও মিশন সম্পন্ন করার আত্মবিশ্বাস ও সক্ষমতা চীনের রয়েছে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)