বিদেশি পর্যটকদের সুবিধা বাড়াতে সচেষ্ট চীন
2024-03-12 14:43:28

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: পর্যটন খাতে বিদ্যমান নানা সমস্যার সমাধানে পদক্ষেপ নেবে চীন। সেই সঙ্গে বিদেশি পর্যটকরা যেন দেশি পর্যটকদের মতো সব ধরনের সুবিধা পায় সেটাও নিশ্চিত করা হবে। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী সুন ইয়েলি সোমবার একথা বলেন।

বেইজিংয়ের গণমহাভবনে ১৪তম জাতীয় গণ কংগ্রেসের (এনপিসি) দ্বিতীয় অধিবেশনের সমাপনী বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় গভীরভাবে গবেষণা চালিয়েছে এবং পর্যটন সংক্রান্ত সমাধানের লক্ষ্যমাত্রা কার্যকর করেছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর টিকিট রিজার্ভেশন পদ্ধতির আধুনিকায়নেও জোর দেন সুন। পর্যটনের মৌসুমগুলোতে তাদের সেবাপ্রদানের সময়সীমা বাড়ানোর অনুরোধও করেন তিনি।

বিদেশি পর্যটকদের জন্য ক্যাশলেস পদ্ধতির প্রসার নিয়েও বলেন সুন ইয়েলি। তিনি জানান, চীন সরকার ইতোমধ্যেই প্রবীণ নাগরিক ও বিদেশি পর্যটকদের জন্য উচ্চমানের, আরও কার্যকর ও সুবিধাজনক পেমেন্ট পরিষেবা প্রদানের নির্দেশিকা প্রকাশ করেছে।

মন্ত্রী জানান, চীন সরকার এখন বিদেশি পর্যটকদের প্রবেশের সামগ্রিক প্রক্রিয়া পরীক্ষা করে দেখছে। ভিসা, ফ্লাইট, হোটেল ও কেনাকাটা থেকে শুরু করে দর্শনীয় স্থান ভ্রমণে অভ্যন্তরীণ পর্যটন প্রক্রিয়াও ধাপে ধাপে পরীক্ষা করা হচ্ছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি