রমজানে গাজা ও সুদানে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
2024-03-12 11:49:25

মার্চ ১২: রমজান মাসে গাজা ও সুদানে যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরিস।

গতকাল (সোমবার) নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রমজান মাস বিশ্বের মুসলমানদের শান্তি, সমঝোতা ও ঐক্যবদ্ধ থাকার সময়। চলতি বছর রমজান মাস এলেও গাজায় গণহত্যা, বোমা বিস্ফোরণ ও রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করা, মানবিক ত্রাণ বিতরণে বাধা দূর করা এবং আটক বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে রমজান মাসে সুদানে বিভিন্ন পক্ষকে সংঘাতপূর্ণ আচরণ বন্ধ করার তাগিদ দিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, সুদানের জনগণ ক্ষুধা, ভয়ঙ্কর দুঃখজনক দুর্যোগে রয়েছে, তাই যুদ্ধবিরতি বাস্তবায়ন জরুরি।

(সুবর্ণা/হাশিম/শুয়ে ফেই ফেই)