বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল এয়ার চায়না
2024-03-12 14:51:53

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক:  বাংলাদেশ থেকে চীনের বেইজিং রুটে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে চীনের প্রধান ও পতাকা বহনকারী বিমান পরিবহন সংস্থা এয়ার চায়না। শিগগিরই তারা এই রুটে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে। বাংলাদেশ থেকে মূলত ব্যবসায়ী এবং শিক্ষার্থীরাই নিয়মিতভাবে চীনে যাতায়াত করেন।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার চায়না। ফ্লাইট চালুর তারিখ চূড়ান্ত না হলেও আগামী মে মাসের মধ্যে তারা ফ্লাইট চালাতে পারে বলে জানা গেছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, এয়ার চায়না ঢাকা-বেইজিং রুটে ফ্লাইট পরিচালনা করবে। তারা ফ্লাইট পরিচালনার চূড়ান্ত অনুমোদন পেয়েছে। শিগগিরই তারা ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে।

ফ্লাইটের অনুমোদন পেয়েই বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারকে (বিএফসিসি) ফ্লাইটে খাবার সরবরাহের বিষয়টি অবগত করেছে এয়ার চায়না। উন্নত মানের খাবার ও এই রুটে অধিকাংশ যাত্রী বাংলাদেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বিএফসিসিকে জানিয়েছে তারা।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানা যায়, এয়ারলাইন্সটিতে বোয়িং-৭৩৭, ৭৪৭, ৭৭৭, ৭৮৭, এয়ারবাস- এ৩১৯, এ৩২০, এ৩২১, এ৩৩০, এ৩৫০ এবং চীনের কোমাক বিমান প্রতিষ্ঠানের একটি এআরজে-২১ মডেলেরসহ মোট ৪০৬টি প্লেন রয়েছে।

বাংলাদেশ থেকে বর্তমানে কুয়াংচৌ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স। পাশাপাশি চীনের চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন এয়ারলাইন্স বাংলাদেশিদের চীনে নিয়ে যাচ্ছে।

নাহার/শান্তা