র্যাপসিড ফুলের দৃশ্য আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমীদের
2024-03-12 14:48:55

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং মিউনিসিপালটির থংনান জেলার ছংখান গ্রামের চারপাশ ভরে উঠেছে হলুদের ঘ্রাণ আর সৌরভে। গাঢ় হলুদ বর্ণের এ ফুলে  মৌমাছিরা গুনগুন করে মধু আহরণ করছে। দূর থেকে র‌্যাপসিড ফুলের ক্ষেতগুলো দেখে মনে হয়, কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে! ভোরের কাঁচাসোনা রোদে ঝলমল করছে ফসলি মাঠ।

থংনান জেলা একধরনের তৈলবীজ র‌্যাপসিড উৎপাদনের অন্যতম প্রধান এলাকা। ২০০২ সালে র‌্যাপসিড রোপণের জন্য জাতীয়ভাবে শীর্ষস্থানীয় বীজ সরবরাহকারী অঞ্চল হিসেবে স্বীকৃতি পেয়েছিল এই জেলা।

সম্প্রতি এই অঞ্চলকে পর্যটনমুখর করতে স্থানীয়ভাবে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। যার ফলে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন প্রকৃতিতে কিছুটা সময় উপভোগ করতে। মাঠের পর মাঠ র‌্যাপসিড ফুল আকৃষ্ট করছে মৌমাছির।  প্রকৃতিপ্রেমী মানুষও আকৃষ্ট হচ্ছেন এই হলুদ ফুলের সৌন্দর্যে।

নাহার/শান্তা

তথ্যো ছবি- সিনহুয়া