প্রেসিডেন্ট সির নির্বাচিত কাজ নিয়ে লেখা বইয়ের ইংরেজি সংস্করণ প্রকাশিত
2024-03-12 14:49:54

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: ‘সিলেক্টেড রিডিংস ফ্রম দ্য ওয়ার্কস অফ সি চিনপিং’ তথা ‘সি চিনপিংয়ের কাজ থেকে নির্বাচিত পাঠ্য’ শিরোনামে একটি সিরিজ গ্রন্থের প্রথম দুই খণ্ডের ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়েছে। সংস্করণটি প্রকাশ করেছে চীনের ফরেন ল্যাঙ্গুয়েজেস প্রেস। চীনে ও চীনের বাইরে বিতরণ করা হচ্ছে বইটি।

সোমবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়, সিরিজটির প্রথম দুটি খণ্ডে রয়েছে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ২০১২ সালের নভেম্বর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত সম্পন্ন করা গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজের বর্ণনা।

এই দুই খণ্ডে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিংয়ের গুরুত্বপূর্ণ কাজের মোট ১৪৬টি অধ্যায় আছে। যার মধ্যে আছে বক্তৃতা ও নির্দেশাবলী।

বইগুলোতে সিপিসি কেন্দ্রীয় কমিটির ঐতিহাসিক প্রক্রিয়া লিপিবদ্ধ করা হয়েছে। যার মূল অংশে ছিলেন সি চিনপিং। কীভাবে তিনি সমগ্র পার্টি এবং চীনের সমস্ত জাতিগোষ্ঠীর জনগণকে একত্রিত করে নেতৃত্ব দিয়ে চীনা বৈশিষ্ট্যের সঙ্গে সমাজতন্ত্রের নতুন যুগের সূচনা করেছেন সেসবও আছে এতে।

ইংরেজি সংস্করণটি মূলত বিদেশি পাঠকদেরকে সি চিনপিংয়ের চিন্তাধারার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। যার মাধ্যমে একটি নতুন যুগের সাপেক্ষে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র বুঝতে পারবেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে চীনা আধুনিকায়ন এবং চীনা জাতির আধুনিক সভ্যতা আরও ভালোভাবে বুঝতেও সাহায্য করবে সিরিজের ইংরেজি সংস্করণটি।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি