অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট লরেঙ্কোকে তার আসন্ন চীন সফর সম্পর্কে ব্রিফ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-03-12 17:49:53

মার্চ ১২: অ্যাঙ্গোলা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট জোয়াও ম্যানুয়েল গনকালভেস লরেঙ্কো আগামী ১৪ থেকে ১৭ মার্চ পর্যন্ত চীন সফর করবেন। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন যে, চীন ও অ্যাঙ্গোলা ঐতিহ্যবাহী বন্ধুত্ব উপভোগ করে। গত বছর দুই দেশ যৌথভাবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উদযাপন করেছে। বর্তমানে, চীন-অ্যাঙ্গোলা সম্পর্ক উন্নয়নের একটি ভাল গতি বজায় রয়েছে। পারস্পরিক রাজনৈতিক আস্থা ক্রমাগত গভীর হচ্ছে এবং বাস্তবসম্মত সহযোগিতা ফলপ্রসূ হয়েছে; যা দু’দেশের জনগণের জন্য কল্যাণকর।

প্রেসিডেন্ট লরেঙ্কোর সফরকালে প্রেসিডেন্ট সি চিন পিং একটি স্বাগত অনুষ্ঠান এবং স্বাগত ভোজ অনুষ্ঠান করবেন। দুই রাষ্ট্রপ্রধান বৈঠক করবেন এবং যৌথভাবে সহযোগিতা নথি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। প্রেসিডেন্ট লরেঙ্কো শানতুং প্রদেশেও যাবেন।

ওয়াং ওয়েন বিন বলেন যে, প্রেসিডেন্ট লরেঙ্কোর সফর চীন-অ্যাঙ্গোলা সম্পর্কের ব্যাপক ও গভীর উন্নয়নে নতুন প্রেরণা যোগাবে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ক্রমাগত অগ্রগতি প্রচার করবে।

(জিনিয়া/তৌহিদ)