‘নতুন মানের উত্পাদন শক্তি, বিশ্ব উন্নয়নের চালিকাশক্তিতে পরিণত হয়েছে’
2024-03-12 10:27:12

মার্চ ১২: চীনের দুই অধিবেশনে উত্থাপিত ‘নতুন মানের উত্পাদন শক্তি’ বিশ্ব উন্নয়নের চালিকাশক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বেশ কয়েকটি দেশের রাজনীতিবিদ। সম্প্রতি সিএমজিকে দেওয়া সাক্ষাত্কারে তারা এ মন্তব্য করেন।

 

সাবেক থাই উপপ্রধানমন্ত্রী ও থাইল্যান্ড-চীন সংস্কৃতি কমিটির চেয়ারম্যান পিনি জারোসোংবা  বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত নতুন মানের উত্পাদন শক্তি বর্তমানে আসিয়ানসহ বিশ্বে বিপ্লব এনেছে এবং উন্নয়নের চালিকাশক্তিতে পরিণত হয়েছে। নতুন জ্বালানি চালিত গাড়ি নতুন মানের উত্পাদন শক্তির প্রতিনিধিত্ব করে। চীনের নতুন জ্বালানি চালিত গাড়ির উচ্চপ্রযুক্তি ও গুণগতমান বিশ্ব বাজারে স্বীকৃতি পেয়েছে। চীনের নতুন মানের উত্পাদন শক্তির কারণে আসিয়ান, বিশেষ করে থাইল্যান্ডের অপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

নেপালের গণপ্রতিনিধি পরিষদের স্পিকার দেবরাজ ঘিমিরে বলেন, বর্তমানে নতুন প্রযুক্তি ও নতুন মানের উত্পাদন শক্তির উন্নয়ন বিশ্ব অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার ওপর  প্রভাব ফেলবে। দুই অধিবেশনে নেওয়া ব্যবস্থার কারণে চীনের অর্থনীতি আরও উন্নত হবে। তাই দুই অধিবেশন খুব তাত্পর্যপূর্ণ বলে তিনি মনে করেন।

পাকিস্তানের থিংকথ্যাংক– বিশ্ব রেশম পথ গবেষণা ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেমির আহমেদ আওয়ান বলেন, চলতি দুই অধিবেশনে নতুন মানের উত্পাদন শক্তির ওপর নজর রাখার দিকটি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। নতুন মানের উত্পাদন শক্তি উন্নয়নে চীনের গুরুত্বারোপ খুবই তাৎপর্যপূর্ণ, যা চীনের দ্রুত উন্নয়নের পাশাপাশি বিশ্বের জন্যও সহায়ক হবে। (রুবি/হাশিম/শিখা)