গাজায় যুদ্ধবিরতি সবচেয়ে জরুরি ব্যাপার
2024-03-12 17:47:44

মার্চ ১২: আন্তর্জাতিক সমাজের উচিত গাজা এলাকায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করা। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এ-কথা বলেছেন।

তিনি বলেন, এ দফায় ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ ৫ মাস ধরে চলছে। এতে অনেক নিরীহ মানুষ হতাহত হয়েছে। ঠিক যেমন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছিলেন, এটি মানবজাতির ট্র্যাজেডি এবং সভ্যতার জন্য লজ্জাজনক ঘটনা। গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ করতে হবে, ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচার রোধ করতে হবে এবং মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের দ্বৈত মানদণ্ড প্রত্যাহার করতে হবে। যুদ্ধ যত দীর্ঘ হবে, মানুষের বিবেকের ক্ষতি তত বেশি হবে এবং ন্যায়ের ভিত্তিও ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক সমাজকে জরুরিভাবে কাজ করতে হবে, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং অবশেষে যুদ্ধ বন্ধ করতে হবে। পাশাপাশি, একটি জরুরি নৈতিক দায়িত্ব হিসেবে গাজায় মানবিক ত্রাণ নিশ্চিত করতে হবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)