চীন-ইরান-রাশিয়ার যৌথ সামুদ্রিক মহড়া উদ্বোধন
2024-03-12 17:45:52

মার্চ ১২: গতকাল (সোমবার) চীন, ইরান ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া উদ্বোধন হয়েছে। এদিন সকালে চীনের নৌযান ইরানের চবাহার সমুদ্রাঞ্চলে পৌঁছে ইরান ও রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে যুক্ত হয়।

এ মহড়ার প্রতিপাদ্য হল ‘যৌথভাবে শান্তি ও নিরাপত্তা বাস্তবায়ন করা’। ১১ থেকে ১৫ মার্চ ওমান উপসাগরীয় এলাকায় মহড়াটি চলবে। যৌথভাবে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা রক্ষা করা মহড়ার উদ্দেশ্য।

যৌথ মহড়াটি জলদস্যু বিরোধী এবং অনুসন্ধান ও উদ্ধারের উপর দৃষ্টি দেয়। এটি তিনটি পর্যায়ে বিভক্ত। বন্দর ও তীরে ডকিং, সামুদ্রিক মহড়া এবং সারসংক্ষেপ ও সমাপ্তি। মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর বিনিময় ও সহযোগিতা জোরদারে সাহায্য করবে। এভাবে সমুদ্রের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা যাবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)