মাথা তুলেছে ড্রাগন
2024-03-12 14:56:09

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: মাথা তুলেছে ড্রাগন। হ্যা এমনটাই এই উৎসবের নাম। চীন জুড়ে বিভিন্ন প্রদেশে সোমবার পালিত হয়েছে লোংথাইথোও উৎসব। চীনা চান্দ্র পঞ্জিকা অনুযায়ী দ্বিতীয় চান্দ্র মাসের দ্বিতীয় দিনে পালিত হয় লোংথাইথোও বা ড্রাগনের মাথা তোলা উৎসব।

এদিনে বসন্ত উৎসবের পর প্রথমবারের মতো মাথার চূল কাটা হয়। ‘নতুন হেয়ারকাট’ এর দিবস হচ্ছে এটি। অবশ্য চুলকাটার মধ্যে দিবসটি সীমাবদ্ধ নয়। ড্রাগন নাচ, বাদ্যযন্ত্র বাজানোসহ বিভিন্ন রীতিরেওয়াজ পালন করা হয়। কুইচোও প্রদেশে ছিয়ানতোংনান মিয়াও অ্যান্ড ডোং স্বায়ত্তশাসিত প্রিফেকচারে এথনিক শিল্পীরা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র লুশেং বাজিয়ে এবং ড্রাগননাচ পরিবেশনের মাধ্যমে দিবসটি উদযাপন করেন।

হেবেই প্রদেশে লোকজ শিল্পীরা পরিবেশন করেন ঐতিহ্যবাহী ঘোড়া-নৃত্য। চেচিয়াং প্রদেশে বিভিন্ন স্কুলের শিশুরা ড্রাগন নাচ পরিবেশন করে। হুবেই প্রদেশে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ।

শান্তা/রহমান