দুই মাসে চীনের গাড়ি রপ্তানি ছাড়িয়েছে ৩০ শতাংশ
2024-03-12 14:51:02

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: গত বছরের প্রথম দুই মাসের চেয়ে এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীনের গাড়ি রপ্তানি বেড়েছে সাড়ে ৩০ শতাংশ। প্রথম দুই মাসে চীনের গাড়ির রপ্তানির পরিমাণ ছিল ৮ লাখ ২২ হাজার ইউনিট। সোমবার চীনের গাড়ি নির্মাণ অ্যাসোসিয়েশন (সিএএএম) এ তথ্য জানায়।

এ সময় বেড়েছে চীনের তৈরি নতুন জ্বালানির গাড়ি এনইভ ‘র রপ্তানি। প্রথম দুই মাসে এনইভি বিক্রি হয়েছে ১ লাখ ৮২ হাজার ইউনিট। অন্যদিকে জীবাশ্ম জ্বালানিতে চলা গাড়ি রপ্তানি ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৪০ হাজার ইউনিটে।

সিএএএম জানিয়েছে, চীনের অটোমোবাইল শিল্প বৈশ্বিক বাজারে শক্তিশালী প্রতিযোগিতার সক্ষমতা দেখিয়েছে এবং প্রযুক্তিগত উদ্ভাবন, ব্যয় নিয়ন্ত্রণ এবং শক্তিশালী শিল্প চেইনের কারণে চীন এ গতিধারা বজায় রাখতে পারবে।

সংস্থাটির উ-প্রধান প্রকৌশলী সু হাইতং জানালেন, চীনা গাড়ির বিদেশি বাজারের চাহিদা ক্রমাগত বাড়ছে। ২০২৪ সালে চীনের গাড়িশিল্পে অন্তত ২০ শতাংশ প্রবৃদ্ধির আশা করছেন তিনি।

সংস্থার তথ্যে দেখা গেছে, এই বছরের প্রথম দুই মাসে চীনের মোট গাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের চেয়ে ১১ শতাংশ বেড়েছে। এ সময় বিক্রি হয়েছে মোট ৪০ লাখ ৩ হাজার ইউনিট।

গতবছর চীন গাড়ি রপ্তানি করেছে ৪৯ লাখ ১০ হাজার ইউনিট। যা এর আগরে বছরের চেয়ে প্রায় ৫৮ শতাংশ বেশি।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি